ভবদীয়
সুব্রত সামন্ত (বুবাই)
সুব্রত সামন্ত (বুবাই)-এর প্রেমের কবিতা
সুব্রত সামন্ত (বুবাই)
যেখানেই থাকি—
তোমার ঐ লাবণ্যে মাখামাখি শরীরে
মিশে থাকে :
আমার চোখ ;
আমার হাত।
যেখানেই থাকি—
অজান্তেই আমার ঠোঁটে, আপনা হতেই
উঠে আসে :
তোমার নাম ;
তোমার ছবি।
যেখানেই থাকি—
আমার সমগ্র পাওয়াকে জড়িয়ে থাকে
ঠিকই :
তোমার চাওয়া ;
তোমার বিলুণ্ঠি। সুব্রত সামন্ত (বুবাই)-এর প্রেমের কবিতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন