দিগন্ত
সুব্রত সামন্ত (বুবাই)
তাকেই তো সখী ভালোবাসা
কয়।”
সুব্রত সামন্ত (বুবাই)
“সখী লুকিয়ে লুকিয়ে হাজার কারচুপি
করে
একপৃথিবী মেলামেশা।
আর মনের
অ্যাকাউন্টে জমিয়ে কিছু
মন ভরতি খুচরো-নগদ
কোমল নিষাদ ভয় ;
বাড়িতে কেউ কিছু জিজ্ঞাসা করলে—
আকাশ সমান অভিনয় করে
বাড়িয়ে বাড়িয়ে সাড়ে আঠানব্বই রকমের
মিথ্যার জঞ্জাল
বাড়াতে হয়।
এরপর শরীরে বহুকালের
জমানো
গোলাপভেজা শিশিরের প্রলেপ লাগাবে
পাঁচখানা সম্মতির চাঁদ।
মন করবে কেমন কেমন !
আত্মজ স্বপ্নের
খোঁজে কঁকিয়ে উঠবে অন্যান্য সমস্ত অন্তর্গত
কোলাহলেরা।
নতুন ঠিকানা হবে অনেকখানি জাতীয়বেদনার জবরদখল।
উপচে ওঠা ফেরারি সর্মপণের স্পর্ধা মধ্যান্তরে মিশে
গড়বে সাড়ে তিনহাতের হৃদয়
টাটানো সম্পর্ক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন