হাঁটতে হাঁটতে
সুব্রত সামন্ত (বুবাই)
নেহাতই
আর চলছিল না
তাই শুধু তোমার কাছেই আসা।
আর কিছু নয়— নিজেকে তোমার ঘাড়ে চাপিয়ে দিয়ে
আরো কয়েকটাদিন দায়মুক্ত থাকা।
কিছু নেবো, কিছু দেবো সবাই যেটা বলে ; তাই শুধু তোমার কাছেই আসা।
আর কিছু নয়— নিজেকে তোমার ঘাড়ে চাপিয়ে দিয়ে
আরো কয়েকটাদিন দায়মুক্ত থাকা।
কাছে না আসলে এতসব কিছু কিভাবে বল মেলে ?
তাই আসলাম চলে।
এখন সবই তোমার হাতে।
একটা আস্তজীবন জড়িয়ে গেছে
তোমার ছোটো একটা ‘হ্যাঁ আর না’তে।
রচনাটি - সুব্রত সামন্ত-র "কাল সারারাত বৃষ্টি হয়েছিল" অডিও সিডি থেকে নেওয়া হল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন