বারোমাস্যা
সুব্রত সামন্ত (বুবাই)
সুব্রত সামন্ত (বুবাই)
সেই মেয়েটি এখন
ছেলেটার কাছে ; শুধুই সাজানো সার-সার অলংকৃত
স্মৃতির সাথে
পুঁজি হয়ে রয়ে গেছে।
তাছাড়া আর কিই-বা করতে পারে বেচারা হতভাগা ছেলেটা
‘অন্য আর এক মেয়ের সাথে’ এখন যে তার
বিয়ে হয়ে গেছে।
তাকে, বউ নামের এই তুচ্ছ-জরুরি সামগ্রীটিকে গ্রহণ করতে হয়েছে
‘জোর করেই’।
ছেলেটি এখন আদ্যোপ্রান্ত
ভীষণ ব্যস্ত
এই নতুন মেয়েটির গুচ্ছ গুচ্ছ সংসার সাজাতে।
কিন্তু
নিরুপায়-অবুঝবখাটে ছেলেটি কি
পারবে :
এতসব প্রার্থিব-অপ্রার্থিব
ব্যথাকে এতটুকু বুকের মধ্যে লুকিয়ে রেখে
এই নতুন মেয়েটির প্রতিটা যাবতীয় চাহিদা মেটাতে ?
শুধু মেয়েটির কথা ভেবে ভেবে
এই ছেলেটি এখন
‘না-ভালোবেসেও’ অনেক কিছু করে।
যেমন—
ইচ্ছা না থাকলেও
তবু প্রতিরাতে একান্ত হতে হয় ;
এই নতুন অচেনা অপ্রতিভ মেয়েটির সাথে।
অপরাধ জেনেও—
শুধুমাত্র বন্ধু-বান্ধব, আত্মীয়-সজ্জন, বাবা-মা আর সমাজের
অননুযোগের ভয়ে ;
তাকে ‘ভালোবাসার নামে’ নিঃশেষে ধর্ষন করতে হয়
মেয়েটিকে।
এছাড়া—
একপ্রকারের বাধ্য হয়েই
মৃত্যুর দিন পর্যন্ত
শুধু ‘এই
মেয়েটিকেই’ তার মেয়ের মা করে ;
তার সব একান্ত অভিনব দুরদার স্বপ্নের স্বপ্নচারিনী
ভেবে ;
সারাটাজীবন শুধু সাথে করে বয়ে নিয়ে
বেড়াতে হবে।
আর তার অতীত-বর্তমান-ভবিষ্যৎ বিস্তৃত
দিনগুলো ;
তাকে শুধুই মঞ্জুর হওয়া মৃত্যুর
কাছাকাছি ঠিকানায় রেখে
রক্তাক্ত ক্ষতবিক্ষত করবে।
কেউ কোনোদিন পড়বেনা ছেলেটার নিঝুম মনের কথা !
তার গোপন মগ্ন ভালোবাসার কথা ;
গোপন অবধারিত ব্যথা হয়েই রয়ে যাবে।